Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে', আইনি পথেই মোকাবিলার হুঁশিয়ারি শুভেন্দুর‘নীল আকাশের পরি’ দুই বিমানকর্মীর মৃত্যু মণিপুরে কুকি-মেইতেই বিভেদকে শোকের সুতোয় জুড়ে দিলহাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলার
SSC Job Deprived Teachers

SSC: কোনও অন্তঃসত্ত্বাকে আটকে রাখা হয়নি, প্রমাণ 'শুনিয়ে' পুলিশের দাবি ওড়ালেন চাকরিহারারা

শনিবার সল্টলেক চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের (SSC Job Deprived) তরফে চিন্ময় মণ্ডল জানিয়ে দিলেন, পুলিশের এই দাবি ডাহা মিথ্যে।

SSC: কোনও অন্তঃসত্ত্বাকে আটকে রাখা হয়নি, প্রমাণ 'শুনিয়ে' পুলিশের দাবি ওড়ালেন চাকরিহারারা

গ্রাফিক্স: দ্য ওয়াল

শেষ আপডেট: 17 May 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (Supratim Sarkar) দাবি করেছিলেন, বিকাশ ভবনে (Bikash Bhavan) চাকরিহারাদের বিক্ষোভ ও আন্দোলনে যে বাধা দেওয়া হয়েছে তা একপ্রকার বাধ্য হয়েই। চাকরিহারাদের কারণেই শিক্ষা দফতরের ভিতর আটেক পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা। তাঁকেও বের করা যাচ্ছিল না, পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল। শনিবার সল্টলেক চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের (SSC Job Deprived) তরফে চিন্ময় মণ্ডল জানিয়ে দিলেন, পুলিশের এই দাবি ডাহা মিথ্যে।

কোন পরিস্থিতিতে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ জানান, ভেতরে যাঁরা আটকে ছিলেন তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। আরেকজনের মায়ের অবস্থা গুরুতর, ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, বেরোতে না পেরে তিনি বাধ্য হয়ে ওপর থেকে ঝাঁপ দেন। এরপরই বাধ্য হয়ে পুলিশ যেটুকু বলপ্রয়োগ না করলে নয়, সেটুকুই প্রয়োগ করেছে।

চাকরিহারাদের তরফে চিন্ময় মণ্ডল পুলিশের এই দাবি যে মিথ্যে তার প্রমাণ দিয়ে শনিবার কথোপকথনের একটি অডিও শুনিয়েছেন। যা থেকে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের দাবি, তাঁরা কাউকে আটকে রাখেননি। পুলিশই গেট বন্ধ করে রেখেছিল। বরং ওই অন্তঃসত্ত্বাকে আন্দোলনকারীরাই ভিতর থেকে বের করে আনার যথাসাধ্য চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)। শুক্র-শনি, এখনও অবস্থান অব্যাহত। চাকরিহারাদের স্পষ্ট কথা, যতক্ষণ না তাঁদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে, ততক্ষণ তাঁরা এক চুলও অবস্থান থেকে সরবেন না।


ভিডিও স্টোরি