শেষ আপডেট: 22nd January 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: সাজা ঘোষণার আগে হোক বা পর হাবভাবে কোনও পরিবর্তন নেই। সোমবারই আরজি কর কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেও আগের মতোই রয়েছে সে।
আদালতে নিয়ে যাওয়ার সময় কয়েকবার সংবাদমাধ্যমের সামনে বা এজলাসে মুখ খুললেও সংশোধনাগারে একেবারে মুখে কুলুপ সঞ্জয়ের। সোমবার নিম্ন আদালতের বিচারক আমরণ কারাদণ্ড দেওয়ার পরেও সেই আচরণে এতটুকু বদল হয়নি বলে খবর।
শনিবার দোষী সাব্যস্ত হওয়ার এবং সোমবার সাজা ঘোষণার আগে ও পরে জেলের অন্দরে বেশ খোশমেজাজে দেখা গেছিল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে। রবিবার সকাল থেকে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। নিয়ম করে খাবার খান, এমনকী অন্য বন্দিদের সঙ্গে ক্যারমও খেলেন! জেল সূত্রে খবর, রবিবার সারাদিন সঞ্জয়কে দেখে মনেই হয়নি তাঁকে সোমবার যাবজ্জীবন বা ফাঁসির সাজা দেওয়া হতে পারে।
এদিকে কারারক্ষীরা জানিয়েছেন, সঞ্জয়ের এমন হাবভাবের মধ্যে একটা নাছোড় ভাবও আছে। কথাবার্তা সংযত। আবেগ লুকোনোর ক্ষমতা অনেক। সে কারণে মোটেই সরল সাদাসিধে আসামি বলা যায় না।
জেল সূত্রের খবর, সঞ্জয় নিয়মিত খাওয়াদাওয়া করছে। আগ বাড়িয়ে কারও সঙ্গে বাড়তি কথা বলতে দেখা যায়নি। পাশাপাশি কারও প্রশ্নের জবাব দেওয়ায় তার কোনও উৎসাহ দেখা যায়নি। জানা গেছে, সোমবার বেশি রাতে আদালত থেকে ফিরেও সে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ে। যদিও প্রেসিডেন্সি সংশোধনাগারের সেলে এত দিন বিচারাধীন বন্দি হিসেবে আগেও যেমন নিঃসঙ্গ ছিল সঞ্জয়, সাজা ঘোষণার পরও সেই ছবি বদলায়নি।
অগস্ট থেকে একাই প্রেসিডেন্সির সেলে রয়েছে সঞ্জয়। বিশেষ পাহারার ব্যবস্থাও ছিল। সেলের ভিতরে ছিল সিসি ক্যামেরা। স্পর্শকাতর মামলায় অভিযুক্ত হওয়ায় সঞ্জয় কারও সঙ্গে বেশি মেলামেশা করত না। শুধুমাত্র খাওয়াদাওয়া করার সময় কারারক্ষীদের সঙ্গে কথা বলতেন তিনি।
কিন্তু আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়ার পর এখন কী করবে সে? কারা দফতর সূত্রে খবর, সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে সঞ্জয়কে এখন দিনমজুরি করতে হবে। সঞ্জয়ের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। জেল সূত্রের খবর, বাগানের কাজে কিছুটা আগ্রহ রয়েছে। সঞ্জয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের ৯ অগস্ট ভোর রাতে কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই মূল ঘটনার ৫ মাস ১১ দিন পর অবশেষে গত সোমবার সাজা ঘোষণা হল সঞ্জয়ের।