শেষ আপডেট: 15th February 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক ডাকাতির সাক্ষী থেকেছে শহর কলকাতার অন্যতম প্রধান কেন্দ্রস্থল সেন্ট্রাল অ্যাভিনিউ।
ঘটনার পরই পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এ বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে বড় প্রশ্ন তুললেন খোদ শাসকদলের কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়।
কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথবাবু। সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকাটি বটতলা থানার অধীনে। তারকনাথবাবুর কথায়, "বটতলা থানা সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভাল। ওদেরকে রাস্তাতে দেখা যায় না! রাত ১১টা পর্যন্ত পার্টি অফিস খোলা থাকে। আমাদের ছেলেরাই এলাকা পাহারা দেয়। পার্টি অফিস বন্ধের পরই এলাকা চলে যায় সমাজ বিরোধীদের দখলে।"
বস্তুত, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অদূরেই রয়েছে পুলিশের সদর দফতর লালবাজার। সেখানেই এভাবে সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কাউন্সিলরের আরও অভিযোগ, এ ব্যাপারে বটতলা থানা থেকে ডিসি নর্থ সকলকে তিনি একাধিকবার চিঠি দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
ঘটনার সূত্রপাত, গত বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি অভিজাত বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুট করেছে দুষ্কৃতীরা। তবে ঘটনার দেড় দিন পরেও পুলিশ অভিযুক্তদের কোনও হদিশ পাইনি। তারই মধ্যে শাসকদলের কাউন্সিলরের অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।