শেষ আপডেট: 1st October 2024 10:54
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুর জেলায় মাওবাদী নাশকতার ফান্ডিং ও সংগঠন সংক্রান্ত তদন্তে নেমে এ রাজ্যের সাত জায়গার নাম পেয়েছে এনআইএ। তার ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা।
এদিন ভোর থেকেই শুরু করা হয়েছে তল্লাশি অভিযান। এনআইএ-এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তল্লাশি চলছে সোদপুরের এক মানবাধিকার কমিশনের কর্মীর বাড়ি এবং আসানসোলের এক গবেষকের বাড়িতেও।
জানা যাচ্ছে ওই গবেষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। যাদবপুরের এই প্রাক্তনী এর আগে সিঙ্গুর আন্দোলনেও যোগ দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। পরবর্তীকালে দেউচা পাচামি আন্দোলনের সময়েও তাঁকে দেখা গিয়েছিল।
এনআইএ আধিকারিকদের দাবি, প্রত্যেকের সঙ্গে মাওয়িস্ট অর্গানাইজেশনের যোগাযোগ রয়েছে। আর্বান নকশাল হিসাবে তাঁদেরকে চিহ্নিত করছে এনআইএ। তাঁদের সঙ্গে ছত্তীসগড়ের নাশকতার কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বিজাপুর জেলায় সিআরপিএফের ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। বোমা দেখতে পেয়ে তা নিষ্ক্রিয় করার চেষ্টা করতেই আইইডি বিস্ফোরণ হয়। যাতে আহত হন সিআরপিএফ জওয়ান।