শেষ আপডেট: 4th February 2022 18:01
দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে ভর সন্ধেবেলা গৃহবধূকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা। জানা গেছে, রাস্তা থেকে মহিলাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। বেহুঁশ করে গাড়িতে তোলা হয় তাঁকে। কিছুদিন আগেই এক মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে, সেই ঘটনার পরদিনই দুই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা হয় অ্যাপ ক্যাবে। শহরের পথে একের পর এক এমন ঘটনা ঘটায় ফের মহিলাদের নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা সন্ধেবেলা দুধ কিনতে বেরিয়েছিলেন। তখন তাঁকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। মুখ চেপে ধরে অজ্ঞান করে গাড়িতে তোলা হয় তাঁকে। হুগলির বলাগড় অবধি যাওয়ার পরে মহিলার হুঁশ ফেরে। তিনি চিৎকার করতে শুরু করলে অপহরণকারীরা ভয় পেয়ে যায়। মাঝরাস্তায় গাড়ি থেকে তাঁকে ফেলে দিয়ে পালায়। অভিযোগকারিনী মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি বাগুইআটির অশ্বিনীনগরের বাসিন্দা। সন্ধে ৭টা নাগাদ বাজারে দুধ কিনতে বেরিয়েছিলেন। চর যুবক তাঁকে অনুসরণ করছিল। বিপদ বুঝে তিনি বাগুইআটি সাবওয়ের কাছে চলে যান। সেই সময় চারজন ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। অজ্ঞান করে গাড়িতে তোলে। জ্ঞান ফিরলে চেঁচামেচি করতে শুরু করলে আততায়ীরা তাঁকে নামিয়ে দিয়ে পালায়। এক ব্যক্তির থেকে ফোন নিয়ে স্বামীকে খবর দেন তিনি। পুলিশ জানিয়েছে, বাগুইআটি সাবওয়ে ও বলাগড়ের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটিকে শণাক্ত করার চেষ্টা হচ্ছে। আততায়ীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। ওই মহিলার বয়ানও খতিয়ে দেখা হচ্ছে।