শেষ আপডেট: 14th December 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জের ভ্যাট থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় নয়া মোড়। অভিযুক্ত আতিকুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন, মনে করছেন তদন্তকারীরা। বাকি দেহাংশের খোঁজ চলছে।
টালিগঞ্জের গ্রাহামস রোডে কেন্দ্রীয় সরকারি আবাসনের পাশে শুক্রবার সকালে ওই মুন্ডুটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। গল্ফগ্রিন থানার আধিকারিকরা পৌঁছে সেটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠান। পরে তদন্তে নেমে গল্ফগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন করে জেলা পুলিশ।
সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইলের টাওয়ার ট্র্যাক করে আতিকুর লস্কর নামে এক রাজমিস্ত্রির খোঁজ পায় তারা। তাঁর সঙ্গে মৃত খাদিজা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা যায়। মগরাহাটের রাধানগর গ্রামের বাসিন্দা খাদিজা, মগরাহাটেরই বাসিন্দা আতিকুরও।
তাকে গভীর রাতে আটক করা হয় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। পুলিশ অনুমান করছে, মহিলার মাথায় প্রথমে আঘাত করা হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাটের চেষ্টায় এরপর দেহ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়। এলাকায় স্নিফার ডগ নিয়ে গতকাল তদন্ত চালান তদন্তকারী অফিসাররা। তবে, দেহাংশের খোঁজ এখনও পাওয়া যায়নি।