বই প্রকাশ।
শেষ আপডেট: 3rd February 2025 15:39
‘দুঃসাহসের ইজারা’ এক ব্যতিক্রমী থ্রিলার, যার কাহিনি আবর্তিত হয়েছে ভারতের ব্যাঙ্কিং জগতের অশান্ত প্রেক্ষাপটে। ব্যাঙ্ক ম্যানেজারদের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়া ও ভয়াবহ অপরাধের জট খুলতে এক চাঞ্চল্যকর তদন্তের সূচনা হয়। এই উপন্যাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সংঘটিত ভয়াবহ দুর্নীতি, প্রতারণা এবং ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হয়েছে। পাশাপাশি, প্রিয়জনকে হারিয়ে মধ্যবিত্ত পরিবারের অসহায়তা, আইনি জটিলতা, পুলিশের গাফিলতি ও সমাজের নির্লিপ্ততা তুলে ধরা হয়েছে।
গৌতম ভট্টাচার্য বলেন, 'মানুষের মনস্তত্ত্ব ও জটিল রহস্য সমাধানের কৌশল সম্পর্কে জানার কৌতূহল থেকেই এই গল্পের জন্ম। মানব স্বভাবের অন্ধকার দিকগুলো তুলে ধরার পাশাপাশি পাঠকদের কাছে এই গল্পকে রুদ্ধশ্বাস এবং বুদ্ধিদীপ্ত করে তুলতে চেয়েছি।' লেখিকা দেবারতি মুখোপাধ্যায় বলেন, 'এই বইটি লেখার অভিজ্ঞতা ছিল অত্যন্ত গভীর। ব্যক্তিগত গোয়েন্দাদের জগৎ, তাঁদের নৈতিক সংকট ও তদন্তের জটিলতা— এই সবকিছুই আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আশা করি, পাঠকরা শুধু রহস্যের মোড়ক উপভোগ করবেন না, বরং এই চরিত্রগুলোর সামাজিক গুরুত্ব নিয়েও ভাববেন।'
দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল বলেন, 'আমাদের পাঠকদের জন্য আমরা সবসময় বৈচিত্র্যময় বই প্রকাশের চেষ্টা করি। দুঃসাহসের ইজারা আমাদের থ্রিলার সাহিত্যের ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই বই প্রকাশের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাহিত্য, রহস্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলিয়ে আমরা এক অনন্য সন্ধ্যার স্বাদ পেয়েছি। আমরা আশা করি, এই উপন্যাস শুধু পাঠকদের থ্রিলারের স্বাদ দেবে না, বরং সমাজ ও মানব চরিত্রের জটিলতা নিয়েও ভাবাবে।
বই প্রকাশের পরে পাঠক-লেখকদের মধ্যে সরাসরি কথা বলার একটি পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকরা গোয়েন্দা সাহিত্য ও বইয়ের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেন। ‘দুঃসাহসের ইজারা’ বইটির বাজারমূল্য ৩২৫ টাকা। দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বইটি।