থিমের ভিড়ে জায়গা করে নিয়েছে নানা সামাজিক বিষয়।
শেষ আপডেট: 12th October 2024 13:57
জাতি-ধর্ম-বর্ণ-অর্থ নির্বিশেষে বাঙালির একসঙ্গে মেতে ওঠার আরও একটা দুর্গোৎসব পেরোল। তবে এই দুর্গাপূজা আর কেবল বাঙালির উৎসব নেই, কয়েক বছর হল তা ইউনেস্কোর হাত ধরে সার্বজনীন, বিশ্বজনীন।
বনেদি বাড়ির সাবেকি সাজ থেকে পাড়ার প্যান্ডেল হয়ে বাঙালির দুর্গা পূজা থিমের হাত ধরে অনেকখানি পথ এগিয়ে গেছে, তা নেহাত কম দিন নয়। সেই থিম দেখার জন্য বাঙালির উপচে পড়া ভিড় এবং তার আবেগ বেড়েই চলেছে। এই কলকাতার বুকেই মানুষ দু'চোখ ভরে দেখেছে লম্বা লম্বা বৃহদাকার দুর্গামূর্তি, উপভোগ করেছে কোথাও বুর্জ খলিফার ইনস্টলেশন, কোথাও সদ্য নির্মিত রামমন্দিরের অনুকরণ। আবার সময় নিরিখে এই থিম ভাবনাতেও ঘটেছে আমূল পরিবর্তন। গত কয়েক বছরে তা চোখে পড়ার মতো।
থিমের ভিড়ে জায়গা করে নিয়েছে নানা সামাজিক বিষয়। বিগত বছরে কাশী বোস লেনের পূজোর ভাবনায় খুঁজে পাওয়া গেছে নারী ও শিশুদের উপর ঘটে চলা সামাজিক লাঞ্ছনার কথা। আবার বেহালার এক দুর্গাপুজোর প্যান্ডেলেই কিছু বছর আগে মানুষ খুঁজে পেয়েছে দেবী দুর্গাকে একজন পরিযায়ী শ্রমিক রূপে।
থিম ভাবনার এই আমূল পরিবর্তনের পেছনে একঝাঁক গুণী শিল্পীর ভাবনাই মূলত বিশেষ কারণ হয়ে উঠেছে। সুশান্ত শিবানী পাল, প্রদীপ দাস, সনাতন দিন্দা, ভবতোষ সুতারের মতো শিল্পীরা যেমন তাদের শিল্পকলার মাধ্যমে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, তেমনি তাদের শৈলীকে বিশ্ববাসীর মননে জায়গা করাতে বাধ্য করেছে একটি ধর্মীয়-সামাজিক উৎসবকে পাবলিক আর্ট এক্সিবিশনের রূপ দিয়ে। দুর্গাপুজোর মতো একটি মঞ্চ এই সমস্ত গুণী মানুষদের হাত ধরে এখন একটি বৃহদাকার শিল্প ভাবনার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।
এ বছরও তার অন্যথা হয়নি। বরং এই বছর বেশ কিছু পুজো প্যান্ডেলের ভাবনায় উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আলোচনা। জলবায়ু পরিবর্তনের যুগে যেখানে আমাদের প্রতিটা দিন-রাত ধীরে ধীরে প্রকৃতির করাল গ্রাসের দিকে এগিয়ে চলেছে, যেখানে মানুষের প্রাত্যহিক কর্মকান্ড প্রকৃতি দেবীকে রুষ্ট করে চলেছে , সেখানে প্রতিদিনের আলাপ আলোচনায় পরিবেশ নিয়ে ভাবনা এবং সচেতনতা যে কতটা প্রয়োজন, তা আর বলার অপেক্ষা রাখে না।
পরিবেশ নিয়ে আলোচনা সেই অর্থে এখনও আমাদের প্রাত্যহিক জীবনের আলোচনায় জায়গা পায় না। বরং তা অনেকখানি বিজ্ঞানের হিসেবনিকেশের পাতায় থেকে যায়। তবে বিশেষজ্ঞরা বারবার বলেছেন আজ থেকেই এই মুহূর্ত থেকেই পরিবেশ নিয়ে ভাবতে হবে, নিজে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে। কিন্তু তা কখনও হয়নি। রাষ্ট্রীয় ভোটেও পরিবেশ নিয়ে অ্যাজেন্ডার জায়গা থাকে না।