শেষ আপডেট: 1st October 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন আতঙ্ক। হুড়োহুড়ি পড়ে গেল হাসপাতালের ভিতরে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায় সেখানে। রোগীদের নিরাপদে রাখতে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চক্ষু বিভাগের একটি অংশ থেকে সাদা ধোঁয়া বেরতে দেখা যায়। ধীরে ধীরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন।
অন্যান্য দিনের মতোই হাসপাতালে রোগীদের ভিড় ছিল। চোখ বিভাগের অনেকেই ভর্তি রয়েছে। আচমকাই ওই বিভাগ ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনা নজরে আসতেই হাসপাতালে ডাক্তার, নার্স, রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের নিরাপদে রাখতে তাঁরা ছোটাছুটি শুরু করে। এদিকে কর্তৃপক্ষ দমকলে খবর দেয়। হাসপাতালে আসে দমকলের একটি ইঞ্জিন। তারা ধোঁয়ার উৎস খুঁজতে তৎপর হন। বিভাগের বাইরে থাকা রোগী আত্মীয়দের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রশ্ন ওঠে হাসপাতালে সুরক্ষা নিয়ে।
হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, ইলেক্ট্রিকের কোনও যন্ত্র থেকে হয়ত আগুন ছড়াতে পারে। এসিতে শর্ট সার্কিট হলে আগুনের স্ফুলিঙ্গ থেকে ধোঁয়া বেরতে পারে। দমকলও একই দাবি করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। তবে কী থেকে ধোঁয়া বেরোল, তাই নিয়ে ধন্দ্বে তারা।
জানাগিয়েছে, চক্ষু বিভাগের একটি জায়গায় বেশ কিছু ইলেক্ট্রনিকের রাখা রয়েছে। সেখানেই আগুন লাগতে পারে।