শেষ আপডেট: 9th February 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন। শনিবার রাতের অন্ধকারে উত্তর কলকাতার নারকেলডাঙার এক বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন বলে খবর। তবে দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে খবর।
প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, দাহ্য পদার্থ থেকেই আগুন লেগে যায়। রীতিমতো দাউদাউ করে গোটা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, এদিন খালপাড় লাগোয়া বস্তিতে রাত দশটা নাগাদ আচমকাই আগুন লেগে যায়। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ইতিমধ্যে কমপক্ষে ৩০টি ঝুপড়ি একেবারে ভস্মীভূত হয়ে যায় বলে খবর। পাশাপাশি রাস্তার ধারে একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে ছিল সেটিও দাউদাউ করে জ্বলতে থাকে।
শনিবার রাতে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। যেহেতু অনেকটা জায়গা জুড়ে আগুন লেগেছে সে কারণে পুরোপুরি তা নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে বলে খবর। এদিকে আগুন ছড়িয়ে পড়তেই বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বলে খবর। তাড়াহুড়োর কারণে ঘরের বাইরে কিছুই তাঁদের পক্ষে বের করে আনা সম্ভব হয়নি।
নারকেলডাঙার এই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ বলে খবর। রাতের অন্ধকারে আগুন লেগে যাওয়ার ঘটনা প্রথমে নজরে না এলেও পরে তা বুঝতে পেরেই পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয়রা। পুরো এলাকা ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নারকেলডাঙা থানার পুলিশও। শেষ পাওয়া খবর, ১৬টি ইঞ্জিনের চেষ্টায় বর্তমানে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি আয়ত্তে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে আচমকা এমন দুর্ঘটনায় বহু পরিবার ঘরছাড়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে।