শেষ আপডেট: 27th August 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান রুখতে তৎপর প্রশাসন। কড়া নজর রাখছে পুলিশ। বহুস্তরীয় ব্যারিকেডে মুড়ে রাখা হয়েছে নবান্ন চত্বর। ইতিমধ্যেই নামানো হয়েছে কন্টেনার। যাকে সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। হাওড়া ব্রিজের দু’দিকেই রাখা হয়েছে গার্ডরেল। ব্রিজের ওপরে উঠতেই রাখা হয়েছে কাঠের গুঁড়ি এবং অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। সাঁতরাগাছিতে ৭ ফুটের বেশি উচ্চতায় রাখা হয়েছে গার্ডওয়াল। যা খতিয়ে দেখেছেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে নবান্নে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক মহিলা পুলিশও।
সকালে হাওড়া টহল দিয়েছেন সিপি। সাঁতরাগাছিতে কেবল সরকারি গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ড্রোন উড়িয়ে ওপর থেকে নজর রাখা হচ্ছে। রাখা হয়েছে জল কামান।ছাত্র সমাজের এই নবান্ন অভিযানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ। সারা দিনের বৃষ্টিতে কতটা সফল হয় নবান্ন অভিযান, পুলিশি প্রতিরোধই বা কেমন হয়, এখন সেটাই দেখার।