শেষ আপডেট: 27th August 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান রুখতে তৎপর প্রশাসন। কড়া নজর রাখছে পুলিশ। বহুস্তরীয় ব্যারিকেডে মুড়ে রাখা হয়েছে নবান্ন চত্বর। এর মধ্যে হেস্টিংসে ব্যারিকেডে মাখানো হলো গ্রিজ। ব্যারিকেড পিছল করতে এই উদ্যোগ প্রশাসনের। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হচ্ছে মোবিলের পরত। এই ভাবে আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা অভিনব বলেই মনে করা হচ্ছে। নামানো হয়েছে কন্টেনারও। যাকে সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। হাওড়া ব্রিজের দু’দিকেই রাখা হয়েছে গার্ডরেল। ব্রিজের ওপরে উঠতেই রাখা হয়েছে কাঠের গুঁড়ি এবং অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। সাঁতরাগাছিতে ১০ ফুটের বেশি উচ্চতায় রাখা হয়েছে গার্ডওয়াল। যা খতিয়ে দেখেছেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে নবান্নে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক মহিলা পুলিশও।
অন্যদিকে গার্ডওয়াল ভারি করতে বালির বস্তা রাখা হয়েছে নীচে। যা আন্দোলনকারীদের পক্ষে সরিয়ে দেওয়া মুশকিল। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডে কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও। ছাত্র সমাজের এই নবান্ন অভিযানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ। সারা দিনের বৃষ্টিতে কতটা সফল হয় নবান্ন অভিযান, পুলিশি প্রতিরোধই বা কেমন হয়, এখন সেটাই দেখার।