শেষ আপডেট: 14th April 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: ঘটনাটি যদি আজ থেকে ১০-১৫ বছর আগের হত তাহলে বেশিরভাগ মানুষ হয়তো বিশ্বাস করতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ দাবি করেন যে, জনবসতিপূর্ণ এলাকায় একগুচ্ছ বাড়ির মাঝে কোনও একটি বাড়িতে ভূত (Haunted House) রয়েছে, তাও আবার বেহালার মতো জায়গায়, তাহলে অবশ্যভাবেই কেউ বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু বেহালার পর্ণশ্রী (Behala Parnasree) এলাকার মানুষজন সত্যিই দ্বিধায় পড়েছেন।
বেহালা পর্ণশ্রীর বাসিন্দা ডাক্তার অশোক ঘোষ। তাঁর চেম্বারের পাশে একটি বাড়ি ঘরেই এখন রহস্য দাঁনা বেঁধেছে। বাড়ির আশেপাশে যারা থাকেন তারা সন্ধের পর ওই বাড়িটির সামনে দিয়ে যেতে ইতস্তত বোধ করছেন। কেউ কেউ আবার ওই বাড়িটি এড়িয়েই অন্য রাস্তা দিয়ে যাতায়াত করছেন। স্পষ্টত কেউই অবশ্য বলছেন না যে ভূতের ভয় পাচ্ছেন। তবে বুক ধরপড়ানি যে সকলের একটু বেড়েছে, তা বোঝা যায়।
কী সমস্যা তৈরি হয়েছে বাড়িটিকে নিয়ে?
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত। কেউই যাতায়াত করেন না। সাম্প্রতিক অতীতে বাড়িতে ঢুকে কেউ পয়-পরিষ্কার করেছে বলেও মনে পড়ছে না কারও। কিন্তু সেই বাড়ি থেকেই ইদানিং রাতে নানারকম শব্দ আসছে! কেউ পায়ের শব্দ পাচ্ছেন, কেউ আবার অন্য কিছু। তাতেই আতঙ্কের ছাপ তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের চোখে-মুখে।
এইটুকুতেই ভয় নয়। রোজ সন্ধেবেলা কেউ নাকি বাড়ির ভিতরে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা প্রদীপ! দেখা যাচ্ছে, বাড়ির মেন গেট বন্ধ, অথচ তারই সামনে জ্বলছে প্রদীপ। কীভাবে কেউ রোজ এমনটা করছে, তা আন্দাজ করতে পারছেন না কেউই। তাই ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে প্যারানর্মাল বিশেষজ্ঞদের। পাশাপাশি বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের প্রতিনিধিরাও ওই বাড়িটি পরিদর্শন করতে যাবেন।