Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবি
Best Food City In The World

বিশ্বের অন্যতম সেরা ফুড ডেস্টিনেশন মুম্বই, কলকাতা কত নম্বরে?

সম্প্রতি একটি তালিকা প্রকাশ হয়েছে, বিশ্বের ১০০টি সেরা ফুড ডেস্টিনেশন রয়েছে সেখানে।

বিশ্বের অন্যতম সেরা ফুড ডেস্টিনেশন মুম্বই, কলকাতা কত নম্বরে?

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 13 December 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেস্টিনেশনের তালিকায় প্রথম সারিতে উঠে এল মুম্বই। সৌজন্যে জনপ্রিয় ফুড ও ট্রাভেল গাইড টেস্ট অ্যাটলাস। তারা সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে, বিশ্বের ১০০টি সেরা ফুড ডেস্টিনেশন রয়েছে সেখানে। তালিকা অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে মুম্বই। কলকাতা রয়েছে ৭১-এ। তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে নাপলস, মিলান, বলগনা ও ফ্লোরেন্স।

প্রথম দশে মুম্বই ও বাকি ডেস্টিনেশনগুলি ছাড়া রয়েছে রোম, প্যারিস, ভিয়েনা, তুরিন এবং ওসাকা।

টেস্ট অ্যাটলাস-এর তথ্য বলছে, বিশ্বের ১৭,০৭৩টি শহরের মধ্যে ৪৭৭,২৮৭টি খাবারের বৈধ রেটিং এবং ১৫,৪৭৮টি খাবারের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। তারপর যে ১০০টি শহরকে নিয়ে তালিকাটা তৈরি করা হয়েছে, তার প্রত্যেক খাবারের গুণগত মান আগে যাচাই করা হয়েছে। মূলত গুণগত মান কোন শহরের খাবারের বেশি, তার ঐতিহ্য ও খাবারগুলি কেন জনপ্রিয় তাও যাচাই করা হয়। 

ওই সংস্থার তরফে মুম্বইকে পঞ্চম স্থানে রাখার কারণ হিসেবে ভেলপুরি, পাওভাজি, বড়া পাও-সহ মুম্বইয়ের বিশেষ কিছু খাবারের উল্লেখ করা হয়েছে। কয়েকটি রেস্তরাঁর উল্লেখও করা হয়। সেখানে রয়েছে রাম আশ্রয়, শ্রী ঠাকর ভোজনালয়, ক্যাফে মাদ্রাস।

মুম্বই ছাড়াও এই তালিকায় দেশের আরও কয়েকটি শহর স্থান পেয়েছে। রয়েছে অমৃতসর (৪৩তম), নিউ দিল্লি (৪৫তম) এবং হায়দ্রাবাদ (৫০তম), কলকাতা (৭১তম) এবং চেন্নাই (৭৫তম)।

সেরা ফুড ডেস্টিনেশন ছাড়াও টেস্ট অ্যাটলাস ভারতের কয়েকটি এলাকাকে বিশ্বের 'সেরা খাবারের অঞ্চল' হিসেবে চিহ্নিত করেছে। তালিকায় সাত নম্বরে রয়েছে পঞ্জাব। সেখানকার অমৃতসরি কুলচা, টিক্কা, শাহি পনীর, তন্দুরি মুরগ ও শাক পনীরের প্রশংসা করা হয়েছে। 


ভিডিও স্টোরি