শেষ আপডেট: 7th February 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: ফের ভোগান্তি নিত্য যাত্রীদের। আগামীকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখার বন্ধ থাকবে একাধিক ট্রেন। সাড়ে ৯ ঘণ্টা ধরে চলবে না লোকাল ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজের জন্য পাওয়ার ব্লক করতে হবে। যার ফলে, প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে লোকাল ট্রেন চলাচলে বিধিনিষেধ থাকবে।
শনিবার বাতিল করা হচ্ছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। ৯ ফেব্রুয়ারি, রবিবার, বাতিল করা হচ্ছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ রুটের আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ট্রেন।
এছাড়া, সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে যাতায়াতকারী ডাউন ৩৪৮৮২ এবং ডায়মন্ড হারবার ও বারুইপুরের মধ্যে চলাচলকারী আপ ৩৪৮৯১ ট্রেনও বাতিল থাকবে।
ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যেমন- ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল মগরাহাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ ফেব্রুয়ারি বারুইপুরে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে এবং ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে ছাড়বে।