শেষ আপডেট: 8th November 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: পুজো মিটতেই মুর্শিদাবাদের মানুষের জন্য বিশেষ উপহার দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার কলকাতার নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন হল। এদিন নয়া ভবনের উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার।
ভবন উদ্বোধনের ফলে কলকাতায় এসে আর সমস্যায় পড়তে হবে না মুর্শিদাবাদবাসীর। এবার অনলাইনে বুকিং করলেই সেখানে থাকার সুযোগ মিলবে। কলকাতার নয়া ভবনে যেমন রয়েছে ডরমেটারি রুম, তেমনই ডবল, ট্রিপল বেডরুম রয়েছে। আছে দুটি কনফারেন্স হলও।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক বাইন বিশ্বাস, সহকারী সভাধিপতি আতিবুর রহমান, এডিএম জেলা পরিষদ সামসুর রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস ছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা।