শেষ আপডেট: 21st January 2025 09:35
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এস-৩১ রুটের সরকারি বাসের ধাক্কায় মৃত্যু মায়ের। গুরুতর আহত শিশুর বাবাও। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুকন্যা।
মঙ্গলবার সকালে স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা দেবশ্রী মণ্ডল। তখনই পেছন থেকে বাইক এসে ধাক্কা মারে। সেই অভিঘাতে ছিটকে পড়ায় বেপরোয়া সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার।
শহরে বেপরোয়া বাসের ধাক্কায় দুর্ঘটনার বলির সংখ্যা এযাবৎ যে হারে বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছে পরিবহন দফতরে। বাসের অতিরিক্ত বাড়বাড়ন্তে রাশ টানতে সরকারের তরফে অ্যাপ আনা হলেও কোনও চালকেরই তাতে টনক নড়েনি।
একথা বলার কারণ, সম্প্রতি একের পর এক বাস দুর্ঘটনা। বছরের শুরুতেই গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গিয়েছিল মিনিবাস। যার জেরে মৃত্যু হয় এক বৃদ্ধার। তারও আগে দু'টি বাসের রেষারেষিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাঁর পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাসের রেষারেষি বন্ধ করতেই হবে। যার জন্য গত বছর উচ্চপর্যায়ের বৈঠকেও বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা।
সেখানেই পথ দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের ওপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবে কোথাও কোথাও সেই আপ চালু হলেও তার প্রভাব যে পড়েনি, একের পর এক বাসের বেপরোয়া দৌরাত্ম্যই তার প্রমাণ।
অন্যদিকে, গতকাল রাতে বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার। রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে এসে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা।
তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।