শেষ আপডেট: 30th January 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দিন চলবে না একাধিক লোকাল ট্রেন। চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের কপালে। শিয়ালদহ শাখায় বাতিল করা হল ১০৮টি ট্রেন। বালিগঞ্জ ও কাঁকুড়গাছির সিগন্যালিংয়ে এবং ইন্টারলকিংয়ে কাজ চলবে তাই ১ ও ২ ফেব্রুয়ারি দু'দিনে মোট ১০৮টি লোকাল ট্রেন চলবে না।
রেলের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি ৫৯টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল হয়েছে। ৩ ফেব্রুয়ারিও সরস্বতী পুজো করবেন কেউ কেউ। এই দিন কিন্তু কোনও ট্রেন বাতিল করা হয়নি।
কাজের জন্য কোন কোন ট্রেন বাতিল হল?
১ ফেব্রুয়ারি বাতিল হল এই ট্রেনগুলি-
শিয়ালদহ-বারুইপুর শাখার বাতিল ট্রেন: ১) আপ ৩৪৬১১: সকাল ৬:১৩ বারুইপুর থেকে। ২) আপ ৩৪৬১৩: সকাল ৬:৫৮ বারুইপুর থেকে। ৩) আপ ৩৪৬১৭: সকাল ৭:৫৮-এ বারুইপুর থেকে। ৪) আপ ৩৪৬২১: সকাল ৮:৫৬-এ বারুইপুর থেকে। ৫) আপ ৩৪৬২৩: সকাল ৯:২৪-এ বারুইপুর থেকে। (এভাবে আরও ১২টি ট্রেন বাতিল হবে, এছাড়াও শিয়ালদহ থেকে মোট ২৬টি ডাউন ট্রেন বাতিল হয়েছে)
শিয়ালদহ-সোনারপুর শাখার বাতিল ট্রেন: ১) আপ ৩৪৪১১: সকাল ৪:৪০-এ সোনারপুর থেকে। ২) আপ ৩৪৪১৭: সকাল ৯:২২-এ সোনারপুর থেকে। ৩) ডাউন ৩৪৪১২: সকাল ৪:১৫-তে শিয়ালদহ থেকে। (এভাবে আরও ৫টি ট্রেন বাতিল হয়েছে)
বিভিন্ন শাখার বাতিল ট্রেনের মধ্যে রয়েছে বিবাদী বাগ-বারুইপুর: সন্ধ্যা ৬:২২-এ আপ ৩০৪৫১। শিয়ালদহ-বারুইপুর: মোট ৫৩টি ট্রেন বাতিল হবে। শিয়ালদহ-সোনারপুর: বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।
২ ফেব্রুয়ারি বাতিল ট্রেনগুলির সময়সুচি ১ ফেব্রুয়ারির মতোই থাকবে, শুধু সংখ্যা কম থাকবে। এছাড়া ২ ফেব্রুয়ারি অনেকটা একই ধরনের বাতিলের তালিকা থাকবে। ৩ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক হবে পরিষেবা।