শেষ আপডেট: 29th March 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পর শুক্রবার। ফের ভোটের মুখে শহর কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে চেতলার এক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের কর্তারা। সেখান থেকেই নগদ প্রায় ৫৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আয়কর দফতর সূত্রের খবর, চেতলার ওই ব্যবসায়ীর ছাতুর কারখানা রয়েছে। অভিযান চালিয়ে কারখানা এবং অফিসের দুটি জায়গা থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।
বিপুল পরিমাণ ওই টাকা কী কারণে রাখা হয়েছিল, টাকার উৎসই বা কী, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এ ব্যাপারে সন্তোষজনক উত্তর না দিতে পারায় ওই ব্যবসায়ীকে আটক করেছেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের নেপথ্যে রাজনৈতিক-যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার ২৬ মার্চ দিল্লি, কলকাতা-সহ দেশের চারটি বড় শহরে তল্লাশি চালিয়ে ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সেদিন ইডির তরফে একটি ওয়াশিং মেশিনের ছবি প্রকাশ করা হয়েছিল। ছবিতে দেখা গিয়েছে, ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে ৫০০ টাকার অজস্র বান্ডিল।
সেদিন চার শহরের মোট ৪৭টি সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের দাবি, একটি সংস্থার অফিসের টয়লেটের মধ্যে রাখা ছিল টাকা ভর্তি ওই ওয়াশিং মেশিন।