শেষ আপডেট: 29th November 2023 22:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমে কলকাতা লিগ ইতিমধ্যে জিতে গিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু লিগের খেলা এখনও বেশ কয়েকটা বাকি। যার মধ্যে রয়েছে ডার্বি, অর্থাৎ বড়ম্যাচ।
আইএফএ ঠিক করে বৃহস্পতিবার, ৩০ নভেম্বর সেই খেলা হবে নৈহাটিতে। তবে মোহনবাগান প্রথম থেকেই এই তারিখে খেলতে আপত্তি জানিয়েছিল। কিন্তু আইএফএ তারিখ বদল করতে রাজি হয়নি। বুধবার দুপুরে আইএফএ অফিসে চিঠি পাঠিয়ে ম্যাচ পিছোনোর শেষ চেষ্টা করেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু বাংলার ফুটবল নিয়ামক সংস্থা নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল।
যার অর্থ, বড় ম্যাচ হবে নির্ধারিত দিনেই। তবে মোহনবাগান টিম হয়তো সেই ম্যাচ খেলতে নৈহাটি যাবে না। এর ফলে ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়ে যাবে। ডার্বি না খেলেই ৩ পয়েন্ট একপ্রকার 'উপহার' পাবে লাল-হলুদ শিবির।
এর আগে ২০১৬ সালেও কল্যাণীতে বড় ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। সেবারও ইস্টবেঙ্গল ওয়াকওভারে তিন পয়েন্ট পেয়েছিল। সাত বছর পর ফের সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চলেছে কলকাতা ময়দান। এবার শুধু কল্যাণীর বদলে নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের ভেনু ঠিক হয়েছে।
বুধবার রাতে দ্য ওয়ালের তরফে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মোহনবাগানের চিঠি পেয়েছি। কিন্তু সেটাকে আমরা আমল দিচ্ছি না। ম্যাচ নির্ধারিত দিনে, নির্ধারিত সময়েই হবে। মোহনবাগান খেলতে না এলে ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়ে যাবে। এর বেশি আর কিছু বলার নেই।"
এই ঘটনায় কার লাভ, কার ক্ষতি হল, তা বলা না গেলেও বাংলার ক্রীড়াপ্রেমীরা যে একটা ভাল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন, সে কথা বলাই যায়।