শেষ আপডেট: 29th January 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় এবার খাস কলকাতায় প্রযোজনা সংস্থার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পার্ক স্ট্রিট থানা এলাকার ঘটনা।
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার সন্ধে নাগাদ এই দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটে ৪৬ সি রফি আহমেদ কিডওয়াই রোডে রয়েছে প্রযোজনা সংস্থার অফিস। মঙ্গলবার সন্ধেয় মাথায় হেলমেট পরে ওই প্রযোজনা সংস্থার অফিসে ঢোকে দুষ্কৃতীরা। সন্ধে হওয়ায় প্রয়োজনা সংস্থার অফিস প্রায় খালি ছিল। সেখানে থাকা দুই কর্মীকে ধারাল অস্ত্র ঠেকিয়ে সারা অফিস তল্লাশি চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পুলিশের কাছে ওই দুই কর্মীর দাবি, তাঁরা পরে পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের মুখ তারা দেখতে পাননি বলে পুলিশকে জানিয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা পূর্ব পরিচিত। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।