শেষ আপডেট: 5th March 2025 12:59
দ্য় ওয়াল ব্যুরো: ফের শহর কলকাতায় নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। বটতলার পর এবার ঘটনাস্থল টালিগঞ্জ(Tollygange Incident)। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, কাউকে কিছু বললে প্রাণে মারার হুমকি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে (minor girl) দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। বুধবার সকালে খবর ছড়াতেই তুমুল শোরগোল পড়ে এলাকায়। পরিবারের লোক থানায় এলে থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছে শিশুটির পরিবার। পরে অবশ্য সক্রিয় হয় পুলিশ (kolkata police)।
নির্যাতিতার মা বলেন, “আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ওর প্যান্টে রক্তের দাগ দেখতে পাই। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন মেয়েকে জিজ্ঞাসা করলে ও সব বলে দেয়। জানায় এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে। মেয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। তখনই ঘরে ঢুকেছিল ওই ছেলেটি। এমন যে ঘটে যাবে ভাবতেও পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওকে গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।”
বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় টালিগঞ্জের ওই এলাকায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় দুঃস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই পড়াশোনা করে শিশুটি। ওই সংস্থার এক শিক্ষিকা জানান, এদিন ভোরবেলা ঘটনাটি জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন।দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।