শেষ আপডেট: 10th January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস। মৃত্যু বৃদ্ধার। গুরুতর জখম ৩ জনের মধ্যে এক শিশুও রয়েছে। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনিবাস প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে। তারপর ফুটপাথে উঠে বৃদ্ধাকে পিষে দেয়। মিনিবাসটিকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, গত বছর ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল একজনের। ফের কলকাতায় বাসের দৌরাত্ম্য সামনে এল।
গত নভেম্বরে সল্টলেকে দু'টি বাসের রেষারেষিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাঁর পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাসের রেষারেষি বন্ধ করতেই হবে। যার জন্য গত বছর উচ্চপর্যায়ের বৈঠকেও বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। সেখানেই পথ দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের ওপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত হয়। এখনও অবধি যা খবর, কিছু জায়গায় সেই অ্যাপ প্রসেসিং-এর মধ্যেও রয়েছে।
সিদ্ধান্ত হওয়ার পর থেকে শহরে একাধিক বাস দুর্ঘটনার খবর সামনে এসেছে। হাওড়া থেকে মধ্যমগ্রামগামী একটি বেসরকারি বাস মহাত্মা গান্ধী মোড়ে এক পথচারীকে পিষে দেয়। দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে, বিশেষ মোবাইল অ্যাপ চালু হলে কি বেপরোয়া চালকদের রেষারেষি ঠেকানো সম্ভব হবে? আজকের ঘটনার পর সে প্রশ্ন আরও প্রাসঙ্গিক।
পরিবহন কর্তারা অবশ্য বলছেন, এই অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ 'ঠিকুজি' জানতে পারবেন তাঁরা। কিন্তু অনেকেই মনে করছেন, চালকদের বোধোদয় না হলে কোনও অ্যাপেই কিছু হওয়ার নয়।