ফাইল ছবি
শেষ আপডেট: 24 September 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: আবার মেট্রো বিভ্রাট! ভর সন্ধেয় রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে গেল মেট্রো! স্টেশনে তখন থিক থিক করছে অফিস ফেরত যাত্রীদের ভিড়।
জানা যায়, মঙ্গলবার সন্ধেয় দক্ষিণেশ্বর থেকে মেট্রোটি রবীন্দ্র সরোবরে আসার পরই রেকটিতে সমস্যা দেখা দেয়। ঝুঁকি না নিয়ে চালক সেখানেই ট্রেনটিকে থামিয়ে দেন। প্রায় ৩০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়।
ঘটনার জেরে অফিস ফেরত যাত্রীদের নাকাল হতে হয়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রেকটিতে যান্ত্রিক সমস্যার জেরেই এঘটনা। বিষয়টি নজরে আসতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রথমে লাভ হয়নি। টানা ২০ মিনিট মেট্রোটি স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। মেট্রোর তরফে যান্ত্রিক গোলযোগের কথা ঘোষণাও করা হয়।
পরে রবীন্দ্র সরোবর স্টেশনে ইঞ্জিনিয়াররা পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় মেট্রো চলাচল স্বাভাবিক করেন। তবে অফিস টাইমে আচমকা বিপত্তির জেরে একাধিক স্টেশনে পরপর মেট্রো দাঁড়িয়ে পড়ে। মেট্রো ধরতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা।