Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা
Kolkata Metro Problem

আবার মেট্রো বিভ্রাট! ভর সন্ধেয় স্টেশনে ২০ মিনিট দাঁড়িয়ে রইল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

মঙ্গলবার সন্ধেয় দক্ষিণেশ্বর থেকে মেট্রোটি রবীন্দ্র সরোবরে আসার পরই রেকটিতে সমস্যা দেখা দেয়। ঝুঁকি না নিয়ে চালক সেখানেই ট্রেনটিকে থামিয়ে দেন।

আবার মেট্রো বিভ্রাট! ভর সন্ধেয় স্টেশনে ২০ মিনিট দাঁড়িয়ে রইল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 24 September 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: আবার মেট্রো বিভ্রাট! ভর সন্ধেয় রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে গেল মেট্রো! স্টেশনে তখন থিক থিক করছে অফিস ফেরত যাত্রীদের ভিড়।

জানা যায়, মঙ্গলবার সন্ধেয় দক্ষিণেশ্বর থেকে মেট্রোটি রবীন্দ্র সরোবরে আসার পরই রেকটিতে সমস্যা দেখা দেয়। ঝুঁকি না নিয়ে চালক সেখানেই ট্রেনটিকে থামিয়ে দেন। প্রায় ৩০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়।

ঘটনার জেরে অফিস ফেরত যাত্রীদের নাকাল হতে হয়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রেকটিতে যান্ত্রিক সমস্যার জেরেই এঘটনা। বিষয়টি নজরে আসতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রথমে লাভ হয়নি। টানা ২০ মিনিট মেট্রোটি স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। মেট্রোর তরফে যান্ত্রিক গোলযোগের কথা ঘোষণাও করা হয়।

পরে রবীন্দ্র সরোবর স্টেশনে ইঞ্জিনিয়াররা পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় মেট্রো চলাচল স্বাভাবিক করেন। তবে অফিস টাইমে আচমকা বিপত্তির জেরে একাধিক স্টেশনে পরপর মেট্রো দাঁড়িয়ে পড়ে। মেট্রো ধরতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা।


ভিডিও স্টোরি