বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিকাশ ভবনে ধুন্ধুমার
শেষ আপডেট: 15 May 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: কসবায় তালা ভেঙে স্কুল পরিদর্শক (ডিআই)-এর অফিসে ঢুকে পড়া চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তাতেও ক্ষান্ত হয়নি, বিক্ষোভকারীদের লাথি মারার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এবার সেই ছবিই ফিরল বিকাশ ভবন চত্বরে। পুলিশেরই মারে চাকরিহারা আন্দোলনকারীদের ঝরল রক্ত। লাঠির বাড়িতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিকেলে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা জানান, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে চাকরিহারাদের আশ্বস্ত করছেন, ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থানে বসেন শিক্ষকরা। বেলা যত গড়াতে থাকে তত পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন। রাত ৮টা নাগাদ আচমকা সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ বাহিনী। অভিযোগ, কোনও কথা না বলেই পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হয়। তাতে একাধিক চাকরিহারা 'যোগ্য' শিক্ষক গুরুতর জখম হন। লাঠির আঘাতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ ওঠে। ঝরেছে রক্তও।
চাকরিহারাদের অভিযোগ, এদিন দুপুরে প্রথমে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর নেতৃত্বে তাঁর অনুগামীরা আন্দোলনকারীদের এক দফা মারধর করে যায়। প্রহৃত হন একাধিক সাংবাদিকও। সে সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। উল্টে রাতে পুলিশই যোগ্য শিক্ষকদের ওপর হামলা চালাল।