শেষ আপডেট: 16th September 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: বিকেল ৫টায় বৈঠকের কথা ছিল। কিন্তু সন্ধে ৬টা ১৬ মিনিটে কালীঘাটে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বাসে চেপে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। সন্ধে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে তাঁদের।
গত শনিবার বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর কথা মেনে কালীঘাটে পৌঁছেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেবারও নির্ধারিত সময়ের অনেক পরে গিয়ে পৌঁছন তাঁরা। তার পরেও ভিডিও রেকর্ডিংয়ের দাবিতে জেদাজেদি চলতে থাকে। তাতে ভেস্তে যায় আলোচনা। মুখ্যমন্ত্রীর শত অনুরোধেও টলানো যায়নি আন্দোলনকারীদের।
এরপর রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেকক্ষণ অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি রীতিমতো অভিযোগের সুরে বলেন,‘সরকারকেই কেন সবসময় রেডি থাকতে হবে’? এরপরই জুনিয়র ডাক্তারদের চলে যেতে অনুরোধ জানান তিনি।
তুলনায় এদিন ডাক্তাররা কিছুটা নরম। সময়ের মধ্যে তাঁরা পৌঁছননি ঠিকই। কিন্তু লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফির দাবি থেকে তাঁরা সরে এসেছেন। এমনকি জুনিয়র ডাক্তারদের বড় অংশ জানাচ্ছেন, তাঁরা চান এবার কর্মবিরতি উঠে যাক। সরকার সহানুভূতি ও সুরক্ষার প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি দীর্ঘায়িত করা ঠিক হবে না।