বৈঠকে ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 2nd December 2024 19:38
দিল্লির দূষণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু কলকাতারও দশা ভাল নয়। শহর কলকাতার বাতাস কতটা নিরাপদ সেই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে। সিপিসিবির তথ্য বলছে, শহরের সাতটি এলাকার বাতাসের গুণগত মানের সূচক কোথাও খারাপ, আবার কোথাও সামান্য খারাপ পর্যায়ে রয়েছে।
পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরী বৈঠক কলকাতা পুরসভায়। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে আছেন পুর কমিশনার ধবল জৈন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র। পরিবহন ও পরিবেশ দপ্তরের সচিবেরা। হাওড়া কর্পোরেশনের প্রশাসক সহ- রাজ্য পরিবহন দফতর ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
মূলত কলকাতার দূষণের কারণ সনাক্ত করতেই আজকের এই বৈঠক। আর এই বৈঠকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি দেখা যায় শহরের যেখানে সেখানে পাতা পোড়ানো হচ্ছে তাহলেই শাস্তির মুখে পড়তে হবে। পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে আরও কড়া নজরদারি করতে হয়েছে। যে গাড়ি দূষণ ছড়াচ্ছে সেগুলো চিহ্নিত করার কথাও বলা হয়েছে পুরসভার তরফে।
বলা হয়েছে পুরসভাকে ফোন করে খবর দিলেই এলাকার ভাঙা বাড়ি, বা তৈরি হওয়া বাড়ির জঞ্জাল দ্রুত সরিয়ে নিয়ে যাবেন কর্পোরেশনের কর্মীরা। এছাড়াও কলকাতা সংলগ্ন এলাকায় যদি পুরনো ইঞ্জিনে গাড়ি চলে সেগুলিকে সনাক্ত করে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
শীত পড়েছে। এ সময় শহরের ইতিউতি অনেকেই আগুন পোহান। শহরে যদি যেখানে সেখানে পাতা পোড়ানো হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এ ক্ষেত্রে ব্যুরো চেয়ারম্যান বা চেয়ারপার্সনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই শুকনো পাতা বা দাহ্য জিনিস গাছের সার হিসেবে ব্যবহার করতে হবে।
মেয়র আগেই এই বৈঠকের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, 'কলকাতায় বাতাসের মান আগে খারাপ ছিল। অনেক চেষ্টা করার পর এখন আগের থেকে ভাল। কিন্তু সেটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'