শেষ আপডেট: 16th September 2024 21:09
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক শেষ হল। রাত পৌনে ন’টা নাগাদ ওই বৈঠক শেষ হয়েছে। সূত্রের দাবি, জুনিয়র ডাক্তারদের মুখ্য দুই দাবি মেনে নিয়েছে সরকার। আবার জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতি তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। সম্ভবত এই বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা ধর্নাস্থলে ফিরে যাবেন। তার পর সেখানে তাঁদের জিবি মিটিং হবে। তার পরই ঘোষণা করবেন তাঁরা।
আরজি করের ঘটনার তদন্তের বিষয়টি আর রাজ্যের এক্তিয়ারে নেই। হাইকোর্টের নির্দেশে তা পুরোটাই চলে গেছে সিবিআইয়ের হাতে। আবার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অঙ্গীকার করেছে।
হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ কায়েম করার ব্যাপারেও সরকার জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে গোড়া থেকে সহমত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে তিন দফার নিষ্পত্তি হয়ে গেছিল আগেই।
মূল আড়ষ্টতা ছিল দুটি বিষয়ে। তা হল, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর প্রস্তাব। এবং স্বাস্থ্য সচিব, ডিরেক্টর হেল্থ সার্ভিসেস ও ডিরেক্টর মেডিকেল এডুকেশন পদে এখন যাঁরা রয়েছেন, তাঁদের সরানো। বর্তমানে স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম। ডিরেক্টর মেডিকেল এডুকেশন হলেন ডাঃ কৌস্তভ নায়েক এবং আর ডিরেক্টর হেল্থ সার্ভিসেস পদে রয়েছেন ডাঃ অজয় চক্রবর্তী। এই দুই দাবি নিয়ে সরকার কী অবস্থান নিল মূল কৌতূহল এখন তা নিয়েই।