শেষ আপডেট: 14th September 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাঁদের সঙ্গে আর বৈঠক করতে চায়নি সরকার পক্ষ! এমনই দাবি তাঁদের। তাঁরা বলছে, 'অনেক সময় পেরিয়ে গেছে' এই মন্তব্য করে তাঁদের ফিরে যেতে বলা হয়েছে। অভিযোগ, রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের ফিরে যেতে বলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে স্বাস্থ্যভবনে গেছিলেন। সেখান থেকে আলোচনার বার্তা দেন। পরে জুনিয়র ডাক্তাররাও ফের বৈঠকে বসার কথা বলেন। সেইমতো এদিন কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী তাঁদের ডেকেছিলেন আরজি কর ইস্যুতে আলোচনার জন্য। সময়মতো বিকেলে আন্দোলনকারীরা পৌঁছেও যান। কিন্তু বিষয়টি থমকে যায় সেই লাইভের ইস্যুতেই। ঘণ্টার পর ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করার পরও জুনিয়র ডাক্তাররা আলোচনার জন্য বাড়ির ভিতরে যাননি।
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরা প্রায় ২ ঘণ্টা ধরে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন, তাঁদের সতীর্থরা ধর্নাস্থলে রয়েছেন। তাঁরা দেখতে চান, বৈঠকে কী হল। শেষ পর্যন্ত সেই অনুমতি দেওয়া হয়নি। এরপর ৯টার কিছু পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।
জুনিয়র ডাক্তাররা বলেছেন, শেষ পর্যন্ত সব শর্ত তাঁরা মেনে নিয়েছিলেন। লাইভের দাবি করেননি, নিজেদের কোনও ভিডিও করার দাবিও আর রাখেননি। শুধু সরকার যে ভিডিও করত তার 'মিনিটস' নিয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের আর বৈঠকে যেতে দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেছেন সরাসরি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী নিজে বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁদের অনুরোধ করায় তাঁরা বৈঠক করতে আগ্রহ দেখান। মুখ্যমন্ত্রীকে, তাঁর চেয়ারকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের বলেন, 'অনেক দেরি হয়েছে। আর আজ বৈঠক হবে না। অন্য দিন এসো।' শেষমেশ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ডাক্তাররা। পরে তাঁদের সংবাদমাধ্যমের সামনে কাঁদতেও দেখা যায়। ডাক্তাররা বলেন, তাঁরা হতাশ হয়েছেন। মনে হয় সরকার আরজি কর ইস্যুতে সংবেদনশীল নয়।