সুশ্রীতা সোরেন
শেষ আপডেট: 7th March 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে কলেজের (Medinipur College) সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। সেই সময় পুলিশ (Police) তুলে নিয়ে গিয়ে চার ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ ওঠে।
বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে ডিএসও। ডিএসও সমর্থক ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশ্রীতা সোরেন অভিযোগ করেন, গলানো মোম গায়ে ফেলে, লাথি মেরে, বেল্টের ঘায়ে জখম করা হয়। যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের বক্তব্য ছিল, এ রকম ঘটনার অবকাশই নেই। ওই রাতেই পরিবার বা আইনজীবীদের হাতে ওই ছাত্রীদের তুলে দেওয়া হয়েছিল। এবার সেই সুশ্রীতাই হাইকোর্টে মামলা দায়ের করলেন।
সোমবার মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ওই একই জায়গায় পুলিশের অত্যাচারের শিকার হয়ে হাইকোর্টে মামলা করেন সুচরিতা। দু'টি মামলারই শুনানি হবে সোমবার।
যাদবপুরের ঘটনার প্রতিবাদ করায় বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী-সমর্থক চার মহিলার উপর থানার লকআপে অত্যাচারের অভিযোগ ওঠে। মেদিনীপুরের ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক ছাত্রী।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দেন। যাদবপুরের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজের সামনে বুধবার বিক্ষোভ দেখিয়েছিলেন এসইউসিআই-এর ছাত্র সংগঠন এআইডিএসও-র সদস্যরা। অভিযোগ ওঠে, ওই দিন সন্ধ্যায় পুলিশ কয়েকজনকে তুলে নিয়ে যায় এবং মেদিনীপুর মহিলা থানার লকআপে রাতভর বেধড়ক মারধর করা হয়।