শেষ আপডেট: 24th November 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের কোনও সম্পর্ক ছিল না। সংবাদমাধ্যমের কোর্টে বল ঠেলে সরকারের পাশেই দাঁড়ালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার তিনি পরিষ্কার জানান, ‘আমরাও চাই দোষীদের ফাঁসি হোক। কিছু সংবাদপত্রের চাপিয়ে দেওয়া খবরকে যারা সমর্থন করেছেন দল কখনওই তাঁদের সঙ্গে থাকবে না।’
আরজি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। বিচারের দাবিতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সমাজের সমস্ত স্তরের মানুষই বিচারের দাবিতে পথে নেমেছেন। সেই তালিকায় নাম উঠে এসেছে বেশ কয়েকজন তৃণমূল নেতার।
সোমবার বিকেলে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য দলের তরফে আমন্ত্রণ জানানো হয়নি 'বিক্ষুব্ধ' সাংসদ সুখেন্দু শেখর রায়কে। তবে কী আরজি কর কাণ্ডের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলে নেতার? সে প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, 'দলে থাকতে গেলে শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা তা করেননি, শুধুমাত্র কিছু সংবাদপত্রের খবরে বিশ্বাস করে দলবিরোধী মন্তব্য করেছেন তাঁদের পাশে থাকা হবে না।'
রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনে শনিবার জয়জয়কার হয়েছে তৃণমূলের। আরজি কর নিয়ে লাগাতার শাসক দলের বিরুদ্ধে মিথ্যাচার করলেও তা একেবারেই কাজে আসেনি। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছেন। উল্টে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভা আসনটিও বিজেপির হাত থেকে এসেছে তৃণমূলের দখলে।
সে প্রসঙ্গে এদিন সকালে সাংবাদিকরা প্রশ্ন করলে ফিরহাদ মনে করিয়ে দেন, ‘বিরোধীরা এসব করে কিছুই করতে পারবে না। বাংলার মানুষ জানেন ওদের আসল চরিত্র। বিজেপির বেস কিছু নেই। ওটা পাবলিসিটি ওরিয়েন্টেড দল। সিপিএমের ভোট পেয়ে ওরা লাফালাফি করে। বাংলায় ওদের সংগঠন বলে কিছু নেই।'