Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্টব্রেকআপের পর পর্ন বানিয়ে টাকা রোজগার প্রাক্তন প্রেমিকের, অসমের মেয়ে হয়ে গেলেন ‘বেবিডল আর্চি’অচিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখ, রদবদল, মন্ত্রী বাছাইয়ে মোদীর নয়া মানদণ্ড কী?ওড়িশায় নির্যাতিতার মৃত্যু, যৌন হেনস্থার অভিযোগ এনে বিচার না পেয়ে কলেজেই গায়ে আগুন দিয়েছিলেনএকটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকি
Firhad Hakim

কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রের

সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই শহরের বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা।

 কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রের

শেষ আপডেট: 13 June 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: কোর্টের স্টে অর্ডারের জেরে বহু বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না। অভিযোগ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Mayor, Firhad Hakim)।

এদিন এক সাংবাদিক বৈঠক থেকে মেয়র বলেন, শহরে অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে, আবার অনেকগুলি বেআইনিভাবে গজিয়ে উঠেছে (Illegal Houses)। কিন্তু সবক্ষেত্রে চাইলেই আমরা এগুলি ভাঙতে (Demolished) পাচ্ছি না। অনেক ক্ষেত্রে উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে বাড়ি মালিকরা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসছে।

এ ব্যাপারে নয়া কৌশল (New Strategy) নিচ্ছেন কলকাতার মেয়র। ফিরহাদ বলেন, "কোর্টের অর্ডারের ফলে যে বাড়িগুলি ভাঙা যাচ্ছে না আমরা ঠিক করেছি, সেই সমস্ত বাড়িতে আমরা বোর্ড লাগিয়ে দেব। ২ ফুট বাই ৪ ফুটের ফ্লেক্স লাগানো হবে। যাতে মানুষ জানতে পারবে কী কারণে বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না।"

সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই শহরের বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা। একই সঙ্গে শহরের বহুতলগুলির ছাদ খালি করতে রুফটপ নিয়েও একাধিক পদক্ষেপ করে রাজ্য। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।

এ ব্যাপারে এদিনের বৈঠক শেষে ফিরহাদ বলেন, "বেআইনি নিমার্ণের বিষয়ে রাজ্যস্তরের কমিটির প্রথম বৈঠক থেকে এসওপি তৈরি করা হয়েছে। এবার দ্বিতীয় বৈঠকে রুফটপের ভবিষ্যৎ ঠিক হবে।"

ফিরহাদ জানান, "এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাটারি চালিত গাড়িকে রিপেয়ার করে আমরা নতুন রূপে তৈরি করে রাস্তায় নামাব।"

শহরের বিভিন্ন জায়গায় সেতুর নীচে দখলদারির জন্য অসুবিধা হচ্ছে বলেও মেয়র জানান। ফিরহাদ বলেন, "অনেক সময় দেখা যাচ্ছে যে সেতুর নীচে রান্না হচ্ছে। তার ফলে আগুনের তাপে লোহার শক্তি দুর্বল হচ্ছে। তাই কেএমডিএ-সহ সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেতুর নীচের লোকজনকে সেখান থেকে তুলে বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের শেল্টারে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হচ্ছে।"

তারপরও অনেকে বসে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। ফিরহাদ বলেন, "আবার যদি বসে যাচ্ছে তো সেটা দেখার কাজ পুলিশের। কারণ দেখতে হবে তাদের কার্ড আছে কি না। সেটা পুলিশের দেখার দায়িত্ব। আমাদের তাদের পরিচয়পত্র দেওয়ার কাজ নয়।"


ভিডিও স্টোরি