শেষ আপডেট: 28th January 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধেয় মৌনী অমাবস্যা শুরু হয়ে গেছে। সন্ধ্যা ৭:৩২ মিনিটে। এই তিথি শেষ হবে ২৯ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬:০৫ মিনিটে (Mauni Amavasya date and time )।
বুধবার সকাল থেকে শাহী স্নান হবে প্রয়াগরাজের মহাকুম্ভে। এই ব্রাহ্মমুহূর্তে পোয়াবাড়ো বিমান পরিষেবা সংস্থাগুলিরও। ২৯ জানুয়ারি বুধবার কলকাতা থেকে প্রয়াগরাজের বিমান ভাড়া ছুঁল ৬৪ হাজার। সকাল সাড়ে দশটা নাগাদ রওনা হয়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ পৌঁছবে প্রয়াগরাজ। অর্থাৎ ৫ ঘণ্টা সময় নেবে এয়ার ইন্ডিয়ার বিমান। কারণ, মাঝে দিল্লিতে সওয়া ঘণ্টার লেওভার রয়েছে।
স্কাই স্ক্যানার দেখাচ্ছে, এই আগুন দাম সহ্য করতে না পারলে ইন্ডিগো ও স্পাইস জেটের বিমানে প্রয়াগরাজে যাওয়া যেতে পারে। প্রথম ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে দিল্লি। তার পর দিল্লি থেকে স্পাইস জেটের বিমানে প্রয়াগরাজ। এই টিকিটের দাম ৪৭ হাজার ৫১০ টাকা।
মৌনী অমাবস্যায় অমৃত স্নানের শুভ সময় (Mauni Amavasya Amrita Snan Timing)
হিন্দু পঞ্জিকা অনুসারে, ২৯ জানুয়ারি ভোর ৫:২৫ মিনিট থেকে ৬:১৮ মিনিট পর্যন্ত অমৃত স্নানের সময়। এই সময়ে কুম্ভ স্নান করলে পূণ্যলাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পূণ্যলাভের জন্য প্রয়াগরাজে তথা কুম্ভে যাওয়ার হিড়িক পড়েছে। আর তার সুবিধা নিচ্ছে বিমান পরিষেবা সংস্থাগুলি।
তবে শুধু কুম্ভ মেলা নয় উৎসবের মরসুমে বিমান ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। গ্রীষ্ম বা শীতের ছুটির সময়েও আকাশছোঁয়া এই ভাড়া যাত্রীদের পকেটে বড়সড় ধাক্কা দেয়। অভিযোগ, পরিষেবার খরচ না বাড়লেও এয়ারলাইন্সগুলি শুধুমাত্র চাহিদার সুযোগ নিয়ে বেশি টাকা নেয়। অনেকের মতে, আর কোনও শিল্পে চাহিদার সুযোগ নিয়ে এমন লুটপাট দেখা যায় না।
২০২৩ সালে তৎকালীন অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, তাঁর মন্ত্রকের ট্যারিফ মনিটরিং ইউনিট ৬০টি রুটে বিমান ভাড়া নিয়মিত পর্যবেক্ষণ করে। তবে ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে তিনি এটিকে মরসুম ভিত্তিক এবং বিশ্বজুড়ে প্রবণতা বলে উল্লেখ করেছিলেন। কিন্তু দেখা গেছে, এই প্রবণতা যাত্রীদের অনেকের জন্য উপরেই খুব চাপের হচ্ছে। কারণ, এই ভাড়া বৃদ্ধির কোনও সুনির্দিষ্ট অঙ্ক নেই। অনেকটাই যেমন ইচ্ছা সাজোর মতো ব্যাপার।