এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নীচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে।
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 17 May 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: বেকবাগানের বহুতলে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে একটি অফিসের একাংশ। দ্রুত আগুন ছড়াচ্ছে বলে খবর। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
বেশ কয়েকটি এসির ইঞ্জিনের আউটডোর অংশ জ্বলে গেছে, ফলে ভেঙে পড়ছে নীচে। কেউ ভিতরে আটকে রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নীচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে। ফ্লাইওভারের ওপর দিয়ে জল দেওয়ার পাশাপাশি ভিতরে গিয়েও আগুন নেভানো যায় কিনা তা দেখা হচ্ছে। আশপাশের অফিসের জানালা খুলে দেওয়া হয়েছে। সেখান থেকেও জল দেওয়ার চেষ্টা চলছে।
ওই বহুতলে কর্মরত শ্রীজিত দাস জানান, পাঁচতলায় ৫১৫ নম্বর রুমে আগুন লেগেছে। লাঞ্চ শেষ করে উঠে গিয়ে তাঁরা দেখেন ফায়ার অ্যালার্ম বাজছে। কেউ আশা করা যায় আটকে নেই। বিল্ডিং অথরিটি তাঁদের নামিয়ে আনে সিঁড়ি দিয়ে।
শনিবার, অনেক অফিস বন্ধ থাকায়, বড়সড় বিপদ এড়ানো গেল বলে মনে করছেন অনেকে।