শেষ আপডেট: 1st October 2023 01:06
দ্য ওয়াল ব্যুরো: রাতের শহরে ফের বড় অগ্নিকাণ্ড। শনিবার রাতে মধ্য কলকাতার ইলিয়ট রোডের একটি গোডাউনে আগুন লাগে। সূত্রের খবর, আগুন বিধ্বংসী চেহারা নিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক।
খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও ৬টি যায় আগুন নেভাতে। জানা গেছে, রাত ৮টা নাগাদ আগুন লাগে গোডাউনে। আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়াতে শুরু করেছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশও। আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ নম্বর ইলিয়ট রোডের ওই গোডাউনে পারফিউম, চিপস এবং চকোলেট মজুত ছিল। রাত ৮টা নাগাদ গোডাউনের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তাঁরাই দমকলে খবর দেন। গোডাউনের ভিতর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দমকলের মোট ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। দমকলের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও যানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। গোডাউনে পারফিউমের মতো দাহ্য পদার্থও প্রচুর পরিমাণে মজুত ছিল। ফলে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে খবর।