শেষ আপডেট: 27th September 2024 08:21
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের ৫০ দিন পার। বিচার মেলেনি এখনও। সেই প্রেক্ষিতে শুক্রবার গণকনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে ওই কর্মসূচি আয়োজিত হবে এদিন বিকেল ৪টে থেকে। তবে এই কর্মসূচিতে ঠিক কারা কারা থাকতে চলেছেন তা নিয়ে কৌতূহল জন্মেছে।
জুনিয়র ডাক্তাররা প্রথমে ধনধান্য অডিটোরিয়াম 'বুক' করেছিলেন এই কর্মসূচির জন্য। কিন্তু তাঁদের অভিযোগ, কোনও এক অজ্ঞাত কারণে মেয়রের সম্মতি থাকার পরও তাঁদের সেই অডিটোরিয়ামে কর্মসূচি করার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সেই কারণেই তাঁরা এসএসকেএম হাসপাতালের এই গণকনভেনশন করতে চলেছে। এই কর্মসূচিতে কারা উপস্থিত থাকতে পারেন সেই তথ্য জানতে চেষ্টা করেছিল দ্য ওয়াল। এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন, মীর, সোহিনীদের মতো নামী তারকাদের থাকার কথা এই গণকনভেনশনে। তাঁদের পাশপাশি আরও বক্তা থাকবেন যাঁদের মধ্যে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের একাংশও থাকবে। মোট সংখ্যাটা ৩০-৪০ জনের কাছাকাছি।
আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের সমর্থনে মিছিল করেছিল ক্যাব ড্রাইভার, রিকশাচালকদের সংগঠনও। তাঁদেরকেও আলাদাভাবে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই বিষয়ে তাঁরা বলেছেন, এখনও পর্যন্ত কজন আসবেন তা নিশ্চিত না হলেও সকলে আসার আশ্বাস দিয়েছেন। দুপুরের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
শুক্রবারের কর্মসূচির পর আগামী ২৯ তারিখ একটি 'রিলে মিছিল' করার ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিল হবে আরজি কর হাসপাতাল থেকে এসএসকেএম পর্যন্ত। এই মাঝে যতদিন কলেজ-হাসপাতাল পড়বে সেখান থেকেও জুনিয়র ডাক্তাররা এই মিছিলে যোগ দেবেন। কিন্তু ধনধান্যে কেন ডাক্তারদের কর্মসূচি করতে দেওয়া হল না? এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁরা জানান, স্পষ্টভাবে কোনও ব্যাখ্যাই দেওয়া হয়নি।
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, তাঁদের অনেকে গত বুধবার শহরের একটি মলে গিয়েছিলেন সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সেখান থেকেও তাঁদের বের করে দেওয়া হয়। তারপর ধনধান্যের ঘটনা। গোটা বিষয়টায় 'রাজনীতি' দেখছেন কেউ কেউ। আবার অনেকে মনে করছেন, চাপ দিয়ে এসব করানো হচ্ছে।