শেষ আপডেট: 26th February 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় বড়সড় সাইবার জালিয়াতি মামলার পর্দাফাঁস। তল্লাশি অভিযান চালিয়ে দক্ষিণ কলকাতার গার্ডেন রিচ থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে ১ কোটি ১৮ লাখ টাকা নগদ ও সোনার গহনা বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার গার্ডেনরিচের আয়রন গেট রোডে অবস্থিত হোয়াইট হাউস বিল্ডিংয়ে তল্লাশি অভিযান চালাতেই পুরো বিষয়টি সামনে আসে।
লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের এসটিএফের ডিজিটাল ডিভাইস টিম চিরুনি তল্লাশি চালাতেই চার জনকে জনকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।, বুধবার অভিযুক্তদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮ (২), ৩৪০(২) ও সাইবার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, ভুয়ো কোম্পানি সাইবার জালিয়াতি করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ ছিল চার কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সোজা অফিসে হানা দিয়ে অপরাধের চক্রকে সামনে আনল পুলিশ।
তবে গার্ডেনরিচে এমন ঘটনা প্রথম নয়, গত ২০২২ সালেও ভুয়ো কল সেন্টারের নামে বিদেশে ফোন করে প্রতারণার অভিযোগে গার্ডেনরিচ থেকে গ্রেফতার করা হয় ৮ কর্মীকে।
গার্ডেনরিচের বাংলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে আটজনকে হাতেনাতে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু ল্যাপটপ, হার্ডডিস্ক ও পেন ড্রাইভ।