শেষ আপডেট: 25th October 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে দূরপাল্লার বাস পরিষেবায়। কলকাতায় যাত্রী সংখ্যা কম হওয়ায় বহু বাস বাতিল করা হয়েছে। থমথমে বাবুঘাট বাস টার্মিনাস। ধর্মতলা বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। দুর্যোগের আশঙ্কায় কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
'দানা'র দাপট থেকে বাঁচতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু হয়। কাল রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজ সকাল ১০টা থেকে শুরু হয় ট্রেন চলাচল।
অন্যদিকে, কলকাতা বিমানবন্দরেও শুরু হয়েছে বিমান পরিষেবা। যদিও দানার প্রভাবে বাতিল হয়েছে বহু বিমান। যার কারণে ভোগান্তির শিকার বহু যাত্রীরা।
'দানা'র প্রভাব বাংলায় যে মারাত্মক পড়েছে এমনটা নয়। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে তাতে একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সকাল থেকে রাস্তায় খুব বেশি দেখা মিলছে না বাস-অটোর।
এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে বড় বড় গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে।
কলকাতার রাস্তায় জমা জল সরাতে তৎপর প্রশাসন। সিসি ক্যামেরায় নজর রেখে দ্রুত পরিস্তিতি স্বাভাবিক করার কাজ চলছে।