শেষ আপডেট: 28th July 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অপহৃত ব্যবসায়ীকে গয়া থেকে উদ্ধাল করল কলকাতা পুলিশ। দিন কয়েক আগে চিৎপুরের এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ ওঠে। ৩ দিনের মাথায় গয়া থেকে সেই প্রবীণ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, অপহৃত ওই ব্যক্তির নাম মোহন চক্রবর্তী। কলকাতার চিৎপুরের বাসিন্দা মোহন অ্যান্টিক জিনিসপত্র বেচাকেনা করেন। ব্যবসার কাজেই তিনি বিহারের গয়ায় গিয়েছিলেন। কিন্তু গয়ায় যাওয়ার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে জানতে পারে তাঁর পরিবার।
গত ২৫ জুলাই চিৎপুর থানায় মোহনের অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে মোহনের মেয়ে জানায় যে তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে দুষ্কৃতীরা। এরপরই তদন্তে নামে পুলিশ।
অপহরণের ঘটনার কিনারা করতে গয়ায় যায় কলকাতার পুলিশের একটি দল। সেখানে দুষ্কৃতীদের মোবাইল টাওয়ার লোকেশন ধরে গয়ায় একটি রেল স্টেশনে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মোহনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থলে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের সময়ে অসংগতি পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।
মোহন এবং ধৃত ব্যক্তিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনাটির সঙ্গে বিহারের একটি চক্র জড়িত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অ্যান্টিক বস্তু ছিনিয়ে নেওয়ার জন্য মোহনকে গয়ায় নিয়ে আসা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।