শেষ আপডেট: 18th February 2025 00:46
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের ডিএ ব্লকের একটি বাড়িতে আগুন। ভিতরে আটকে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাস্থলে রয়েছে দলকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।
ডিএ ব্লকের ৪ নম্বর বাড়িটির দোতলায় সোমবার আগুন লাগে আচমকা। রাত সাড়ে ৯ টা নাগাদ আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনে।
সেসময় বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন বছর ৪৭ এর দেবর্ষি গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া। তিনি বেরনোর চেষ্টা করে কিন্তু আগুনের পরিস্থিতি এমন ছিল যে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। নামতে পারেননি নীচে। মনে করা হচ্ছে দমবন্ধ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে তাঁর। দেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
আগুন লাগার কারণ স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে। খতিয়ে দেখছেন তাঁরা।