শেষ আপডেট: 5th March 2025 22:47
দ্য ওয়াল ব্যুরো: রক্তারক্তি কাণ্ড দক্ষিণ দমদমের প্রমোদনগরে। এক মহিলার বাড়ির দরজায় বুধবার সকালে হঠাৎই টাল খেয়ে পড়ে যান এক ব্যক্তি। তাঁকে দেখেই চটে যান গৃহকর্তা। বেধড়ক মারধর করে চোখ উপড়ে নেন। পাল্টা গৃহকর্তাকে পেটান স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। মদ্যপ ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানাচ্ছেন, প্রদীপ সরকার নিয়মিত মদ্যপান করেন। ওই গৃহকর্তার স্ত্রীর দিকে তাঁর কুদৃষ্টি ছিল। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ সরকার মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময়ই টাল খেয়ে পড়ে যান গোকুল মণ্ডলের বাড়ির দরজায়।
এই ঘটনায় গোকুল দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। প্রদীপ সরকারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। গোকুলের অভিযোগ ছিল, তাঁর স্ত্রীর দিকে খারাপ চোখে তাকিয়েছেন ওই ব্যক্তি। আর সেই নিয়েই তর্ক করতে শুরু করেন। হাতাহাতি শুরু হলে গোকুল প্রদীপ সরকারের বুকের ওপর বসে তাঁর দুটো চোখ খুবলে নেন।
এই ঘটনা দেখার পর স্থানীয়রা রাগে ফেটে পড়েন এবং গোকুল মণ্ডলের ওপর চড়াও হন। গণপিটুনিতে অচৈতন্য হয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমদম থানার পুলিশ। গোকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আর এদিকে প্রদীপ সরকারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। দৃষ্টিশক্তি তার ফিরবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন আধিকারিকরা।