প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 April 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি পার্কিং (Car Parking) নিয়ে ঝামেলার জেরে বিজয়গড়ে (Bijoygarh) এক অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এবার একই রকম ঘটনা ঘটল ট্যাংরায় (Tangra)। পার্কিং নিয়ে বচসার জেরেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে।
শনিবার ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অরুণ কুমার গুপ্ত নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে প্রথমে দুই যুবকের ঝগড়া শুরু হয় স্কুটি পার্কিং নিয়ে। বচসা বাড়তে থাকতে যুবকদের পরিবারের আরও দুই সদস্য ঘটনাস্থলে আসেন।
অভিযোগ, সকলে মিলে মারধর শুরু করেছিলেন অরুণকে। এর মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাছে বাড়ি হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শরীর আরও খারাপ হওয়ায় অরুণকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবারের অভিযোগ, বচসার সময়ে অরুণকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের বয়ানের ওপর ভিত্তি করে দুজনকে আটক করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়। তা হলেই পুলিশ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ক্যাব চালককে মারধর করে কয়েকজন যুবক। তারপরই তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয়। গাড়ি পার্কিংয়ের সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা লাগার কারণেই ঝামেলা হয়। সেই সময়ে শুধু বচসা হলেও অভিযোগ, পরে জয়ন্ত সেন নামের ওই ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবকরা। তারপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাতেই গুরুতর জখম হন তিনি।