Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত 'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইল
Tangra

পার্কিং নিয়ে বচসা, বিজয়গড়ের পর ট্যাংরাতেও পিটিয়ে খুনের অভিযোগ! আটক ২

স্থানীয় সূত্রে খবর, অরুণ কুমার গুপ্ত নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে প্রথমে দুই যুবকের ঝগড়া শুরু হয় স্কুটি পার্কিং নিয়ে।

পার্কিং নিয়ে বচসা, বিজয়গড়ের পর ট্যাংরাতেও পিটিয়ে খুনের অভিযোগ! আটক ২

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 April 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি পার্কিং (Car Parking) নিয়ে ঝামেলার জেরে বিজয়গড়ে (Bijoygarh) এক অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এবার একই রকম ঘটনা ঘটল ট্যাংরায় (Tangra)। পার্কিং নিয়ে বচসার জেরেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে। 

শনিবার ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অরুণ কুমার গুপ্ত নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে প্রথমে দুই যুবকের ঝগড়া শুরু হয় স্কুটি পার্কিং নিয়ে। বচসা বাড়তে থাকতে যুবকদের পরিবারের আরও দুই সদস্য ঘটনাস্থলে আসেন।

অভিযোগ, সকলে মিলে মারধর শুরু করেছিলেন অরুণকে। এর মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাছে বাড়ি হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শরীর আরও খারাপ হওয়ায় অরুণকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতের পরিবারের অভিযোগ, বচসার সময়ে অরুণকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের বয়ানের ওপর ভিত্তি করে দুজনকে আটক করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়। তা হলেই পুলিশ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে। 

প্রসঙ্গত, বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ক্যাব চালককে মারধর করে কয়েকজন যুবক। তারপরই তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয়। গাড়ি পার্কিংয়ের সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা লাগার কারণেই ঝামেলা হয়। সেই সময়ে শুধু বচসা হলেও অভিযোগ, পরে জয়ন্ত সেন নামের ওই ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবকরা। তারপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাতেই গুরুতর জখম হন তিনি।  


ভিডিও স্টোরি