শেষ আপডেট: 18th February 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের একটি স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ও করেন। পড়ুয়াদের পরীক্ষা যাতে ভাল হয়, সেই শুভকামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বেলা ১টার কিছু পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে পৌঁছনোর আগে কিছুক্ষণের জন্য তিনি যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে। সেখানে তখন চলছে মাধ্যমিক পরীক্ষা এবং অনেক অভিভাবকরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে স্কুলের প্রিন্সিপাল লীনা জর্জের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি।
মমতার বার্তা, তিনি চান সকলের পরীক্ষা খুব ভাল হোক এবং প্রত্যেকে ভাল ফল করুক। অভিভাবকদেরও বেশি চিন্তা করতে বারণ করেন তিনি। বলেন, আগে তো ৪০ নম্বরও পাওয়া কঠিন ছিল। এখন নম্বর তোলা অনেক বেশি সহজ হয়েছে। তিনি বিশ্বাস করেন, সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভাল হবে এবং প্রত্যেকে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারবে।
এদিকে স্কুল বিল্ডিং কেন রঙ করানো হয়নি, সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন, তাঁর বাড়ির অফিসে গিয়ে এই ব্যাপারে চিঠি দিতে। অথবা, তাঁর লোক স্কুলে এসেই চিঠি নিয়ে যেতে পারবে। স্কুল সুন্দর করে রঙ করিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাতদিনের মধ্যে চিঠি দেওয়ার কথা বলেছেন তিনি।