শেষ আপডেট: 28th October 2024 17:38
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই উত্তর কলকাতার গিরিশ পার্ক থেকে কালীপুজোর উদ্বোধন শুরু করেন তিনি।
জানবাজারে উদ্বোধনে এসে এদিন মমতা কলকাতা তথা রাজ্যের গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন। রানি রাসমণির প্রসঙ্গ তুলে জানবাজারের ইতিহাস তুলে ধরেন। শুধু তাই নয়, বিরোধীদের উদ্দেশে নাম না করে বলেন 'কেউ কেউ বাংলার বদনাম করছে। তাদের বলব বাংলাটাকে নিজের ভাবুন। আজও বাংলা যা পারে তা কেউ পারে না।'
তিনি আরও বলেন, 'কলকাতা নিয়ে আমরা গর্ববোধ করি। বাংলার বেশিরভাগ জায়গাই গর্ব করার মতো। কিন্তু কেউ কেউ এটা নিয়ে আবার রাজনীতি করে। তখন ছন্দপতন ঘটে। আমি আবেদন করব বাংলায় যারা থাকবেন তাঁরা বাংলাটাকেই নিজের ভাববেন।'
মুখ্যমন্ত্রীর কথায়, 'আজ বাংলা এগিয়ে গেছে। কলকাতা অনেক এগিয়ে গেছে। আমি বলব আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না। বাংলা মাকে বদনাম করবেন না। স্বাধীনতা আন্দোলন বাংলা ছাড়া হত না। নব জাগরণ বাংলা ছাড়া হত না। শান্তিপ্রিয় জায়গা ছিল এই বাংলা। নেতাজি, রবিন্দ্রনাথ, গান্ধীজির প্রিয় জায়গা ছিল এই বাংলা। তাঁরাই আমাদের দিশা।'
এছাড়াও মমতা এদিন সচেতনতার বার্তাও দেন। বলেন, আলোর উৎসবে মেতে যেন কোনও ভাবে অন্যের ক্ষয়-ক্ষতি না হয়। সাবধানে পরিবেশবান্ধব বাজি ফাটানোর কথাও বলেন তিনি। পাশাপাশি শব্দদূষণ তো বটেই মানসিক দূষণ থেকেও বিরত থাকতে বলেন তিনি।