শেষ আপডেট: 22nd March 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: হিথরো বিমানবন্দরে (Heathrow Air service) পরিষেবা স্বাভাবিক হতে সময় নিয়েছে ১৮ ঘণ্টা। শুক্রবার বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল দিনভর। যার জেরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister, Mamata Banerjee) বিদেশ সফরের সূচিতেই পরিবর্তন আনা হয়। ঠিক হয়, শনিবার সকালের পরিবর্তে সন্ধ্যায় বিদেশ সফরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এদিন সময় মতো কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। আর ফ্লাইটে চাপার আগে রাজ্যবাসীর উদ্দেশে ভরসা দিয়ে গেলেন, "যোগাযোগ থাকবে, কোনও অসুবিধা হলে আমি আছি।"
গোটা দিন-রাত বিমানসফর করতে হবে মুখ্যমন্ত্রীকে। কলকাতা (Kolkata) থেকে প্রথমে দুবাই তারপর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন তিনি। তবে সর্বক্ষণ যে তিনি যোগাযোগ রাখবেন, সে কথাও জানিয়ে দিলেন মমতা। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের জন্য মমতার ব্রিটেনযাত্রার সময় প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। গোটা সফরেই সেই কারণে পরিবর্তন এসেছে।
বিমানে ওঠার আগে তিনি জানিয়ে দিলেন, "চার-পাঁচ দিনের জন্য যাচ্ছি। কোনও দরকারে আমি সব সময়ের জন্য আছি। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।"
লন্ডনে সোমবার থেকেই মমতার কর্মসূচি রয়েছে। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার হওয়ার কথা সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী শুক্রবার তাঁর লন্ডন থেকে কলকাতায় রওনা হওয়ার কথা।