শেষ আপডেট: 14th September 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতই। শেষ হয়েও হল না শেষ!
বৃষ্টিভেজা সন্ধেয় বাসে চেপে সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেখানে পৌঁছেও বৈঠকের ভিডিও রেকর্ডিংয়ের দাবিতে অনড় রইলেন তাঁরা। তার ফলে দ্বিপাক্ষিক বৈঠক রাত ৮টাতেও শুরু করা যায়নি।
এই টানাপোড়েনের মাঝে পরিস্থিতি কোন জায়গায় স্থবির হয়ে রয়েছে তা মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরের ছবিতেই পরিষ্কার। দেখা যাচ্ছে, মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁর বাড়ির দরজায় হতাশ মুখে দাঁড়িয়ে রয়েছেন।
অন্যদিকে ডাক্তারদের তরফে একটি ভিডিও বার্তায় তাঁদের অবস্থান জানিয়ে দেওয়া হয়। এমন জটিলতার আশঙ্কা প্রশাসনের অন্দরে যে ছিল না তা নয়। কিন্তু মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ডাক্তাররা যে এতটা দরকষাকষি করবেন, তা হয়তো ঠাওর করা যায়নি।
নবান্নের এক শীর্ষ কর্তার মতে, এক্ষেত্রেও আমলাতন্ত্রের একটা ব্যর্থতা রয়েছে। ডাক্তারদের সঙ্গে ট্র্যাক টু, তথা ব্যাক চ্যানেলে কথা বলে বৈঠকের আয়োজন করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন আর ডাক্তাররা দর কষাকষি করছেন, এটা ভাল ছবি নয়। সাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রী পদের একটা মর্যাদা রয়েছে। তা সে যেই মুখ্যমন্ত্রী হোন না কেন। তাই বৈঠকের আগে একটা প্রস্তুতি থাকা দরকার ছিল বইকি।