শেষ আপডেট: 27th June 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। হলও তাই। ৪৮ ঘণ্টা ধরে হকার উচ্ছেদের পর এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ সমস্ত পুরসভা এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দিলেন মুখ্যমন্ত্রী। তা হল হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে। তাঁরা পরিচয়পত্র পাবেন। সরকার নির্দিষ্ট জায়গাতেই বসবে হকাররা। তবে হ্যাঁ ফুটপাতের পুরোটা বা রাস্তা দখল করে কোনওভাবেই দোকান বসানো যাবে না।
সমস্ত পুরসভার মেয়র, জেলা শাসক ও পুলিশ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বৈঠক ডাকেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কারও চাকরি খেয়ে নাওয়ার অধিকার আমার নেই। হকারদের জীবিকা খেয়ে নাওয়ার অধিকারও আমার নেই। ওদেরও সংসার পরিবার রয়েছে।
মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টিই বলেন, এই যে হকাররা রাস্তায় বসে পড়ছে তার জন্য দায়ী স্থানীয় নেতা ও পুলিশ। তাঁরা চাঁদা তুলছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি পরিষ্কার বলে দিচ্ছি হকারদের থেকে কেউ চাঁদা নেবে না। পুলিশও নেবে না। স্থানীয় নেতাও নেবে না।”
সরকারি জমি জবরদখল নিয়ে সোমবার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর কলকাতা, হাও়ড়া, বিধাননগরে হকার ও জবরদখল উচ্ছেদ শুরু হয়ে যায়। হকার তুলতে কোথাও কোথাও পে-লোডার ও বুলডোজার নামানো হয়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে। তার পর বুলডোজার দিয়ে তুলে দেবে। এ আমার নীতি নয়। হকারদের জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে। ১০৪৫টি ন্যাচারাল মার্কেট। ৪৭৮৭ হেরিটেজ মার্কেট চিহ্নিত করা হয়েছে। রাজ্যের ১২৮টি আর্বান লোকাল বডি এলাকায় হকার ভেন্ডিং কমি়টি তৈরির কথা বলা হয়েছে। এবার সেই কমিটিকে নজর রাখতে হবে।
মুখ্যমন্ত্রী এদিন জানান, কলকাতায় হকারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। মোট ৬২ হাজার আবেদন করেছিলেন। তার মধ্যে ৫৯ হাজার জনের আবেদন গৃহীত হয়েছে। বাকিদেরটা হয়নি। কারণ তাঁরা তিনটে চারটে করে ডালা নিয়ে বসছে। তা হবে না। শুধু তা নয়, হকারির নামে রাস্তার উপর গোডাউন বানানো যাবে না।
এদিনের বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি হকার জোনে একটি করে বাড়ি চিহ্নিত করতে হবে। সেখানে যাতে হকাররা তাঁদের মালপত্র রাখতে পারেন। কিন্তু রাস্তায় গোডাউন বানানো যাবে না। দোকান বানাতে প্লাস্টিকও ব্যবহার করা যাবে না।
হকারদের একই রকমের মেটেরিয়াল দিয়ে দোকান বানাতে বলেছেন মুখ্যমন্ত্রী। নীল সাদা রঙ হলে ভাল হয়। এমন মেটেরিয়াল দেখতে হবে যাতে আগুন না ধরে।