শেষ আপডেট: 28th January 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। তাই স্বাভাবিকভাবেই উদ্বোধনে মমতার কথায় উঠে এল নেতাজি প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দিলেন, জার্মানির সঙ্গে তাঁর এবং দেশ তথা বাংলার যোগসূত্র কতটা গভীর।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মানির একাধিক প্রতিনিধির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই। আর জার্মানির সঙ্গে তো ভারতের তথা বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর মেয়ে ওখানেই থাকেন, তাঁর সঙ্গে আমরা আলাপও হয়েছে।' মমতা মনে করান, কীভাবে নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তাঁর কথায়, এমন বীরকে সবসময় স্যালুট জানানো উচিত।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধিরাও। তাই ফুটবল প্রসঙ্গে মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন। কিন্তু মমতা বলেন, 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।' জার্মানি এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মমতা এও মনে করিয়ে দেন, বাংলা কতটা ফুটবল পাগল।
বইমেলার উদ্বোধন করে মমতা জানান, ডিজিটালের বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন, পড়েন। গতবার বইমেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। এবার সেই ভিড়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। তিনি চান, আরও বেশি করে মানুষ বই পড়ুক, কলকাতা বইমেলা আরও বড় হোক।