শেষ আপডেট: 13th December 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বই মেলা ও পুরনো বইয়ের মেলা। বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করে চলেছে কলেজের গ্ৰন্থাগার বিভাগ।
কলেজের কেন্দ্রীয় গ্ৰন্থাগারে চলতি সপ্তাহে অনুষ্ঠিত বইমেলা ও বইয়ের প্রদর্শনীতে অংশ নেয় শহরের বেশ কিছু প্রকাশন সংস্থা। উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰন্থাগার বিজ্ঞানের অধ্যাপক স্বপ্না বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত তাদের প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শন করছেন কলকাতার বিভিন্ন নামী প্রকাশন সংস্থা।ছিল কলেজের সংগ্রহে থাকা কালজয়ী বইয়ের প্রদর্শনী। পড়ুয়াদের গ্রন্থাগারমুখী করে তোলার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
বিগত কয়েক বছর ধরে বই-পার্বণী নাম দিয়ে শীতকালে কলেজ গ্ৰন্থাগারে বইয়ের মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
স্বল্প পরিসরে হলেও, এই ডিজিটাল যুগে সাবেক বইয়ের প্রতি আগ্ৰহ ও ভালবাসা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবার এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে বলে জানান গ্ৰন্থাগার বিভাগের প্রধান সৌমেন কয়াল।