দ্য ওয়াল ব্যুরো: কলকাতার গুরুত্বপূর্ণ মা উড়ালপুল (Maa Flyover) সংস্কারের কাজের জন্য প্রতি রাতেই যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) এই সংস্কারের কাজ করবে, যার জন্য আজ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
জানা গেছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে।